Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার
   
   
   
   
   

১১। সিটিজেন চার্টার

                        কপি সংযুক্ত

                               সিটিজেন চার্টার

 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

 

 
 

 


১.দু:স্থ, অসহায়,ক্ষতিগ্রস্থ ও দরিদ্র পরিবারের মধ্যে বিশেষ ভিজিএফ বিতরন।

২.ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদেরকে মানবিক সহায়তা হিসেবে জি আর চাল, জি আর গম, জি আর টিন, জি আর টাকা, বিতরন করা হয়।

৩. গরীব, অসহায়, দু:স্থ ও দরিদ্র জনগনের মাঝে জি আর শীত বস্ত্র বিতরন করা হয়।

৪. ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব, অসহায়, দু:স্থ ও দরিদ্র জনগনের মাঝে জি আর শাড়ি, থ্রি-পিচ বিতরন করা হয়।

৫. ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা ও দূর্গাপূজা উপলক্ষে গরীব, অসহায়, দু:স্থ ও দরিদ্র জনগনের মাঝে বিশেষ ভিজিএফ বিতরন করা

   হয়।

৬.প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রযকেন্দ্র নির্মান করা হয়।

৭. গরীব, অসহায়, দু:স্থ ও দরিদ্র গৃহহীন জনগনের জন্য আবাসনের ব্যবস্থা  করা হয়।

৮. টি. আর প্রকল্পের মাধ্যমে গ্রামীন এলাকায় অপেক্ষাকৃত দুর্বল ও দরিদ্র জনগনের কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীন এলাকায় খাদ্যশস্য সরবরাহ  

   ও জনগনের খাদ্য  নিরাপত্তা নিশ্চিত করা, দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা হয়।

৯. কাবিখা প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ  গ্রামীন অবকাঠামো নির্মান/পুনঃনির্মান করা হয়।

১০.অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচী (ইজিপিপি)স্বল্পমেয়াদি কর্মসংস্থানের মাধ্যমে কর্মক্ষম দু:স্থ পরিবারগুলোর দারিদ্র

    নিরসনের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হা্রসে সক্ষমতা বৃদ্ধি করা হয়।

১১.গ্রামীন রাস্তায় ছোট ছোট সেতু/কালভার্ট নির্মান করা হয়।

১২. গরীব, অসহায়, দু:স্থ ও দরিদ্র জেলেদের মাঝে মৎস্য ভিজিএফ বিতরন করা হয়।

১৩. প্রাকৃতিক দুর্যোগের কবল হইতে রক্ষা পাওয়ার জন্য পুরাতন ঘূৃর্নিঝড় আশ্রয়কেন্দ্র গুলো মেরামত করে জনগনের ব্যবহার উপযোগী 

      করে তোলার ব্যবস্থা করা হয়।

১৪. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রনালয় হইতে প্রেরিত সকল ত্রান সামগ্রী যথাযথভাবে  গরীব, অসহায়, দু:স্থ , দরিদ্র ও ক্ষতিগ্রস্থ

     পরিবারের মধ্যে বিতরনের ব্যবস্থা করা হয়।